Friday, 7 June 2019

শব্দের আকুতি

শব্দের আকুতি
---------অঞ্জন বিশ্বাস কাব্য

বোকা সোঁকা শব্দ গুলো একপা দুপা করে
ভাঙ্গছে সিঁড়ি নতুন করে ফিরতে চাঁচ্ছে বাড়ি ।
মধ্য রাতে পাঁচিল ডিঙে এই কবিতার ঘর
অবছা ঘুমে আসছে কানে তোমার চিৎকার ।
আমি লিখবো না আর কবিতা
না লিখবো গান ।
কেন দেয়াল বেহে গভীর ঘুমে আমার বুকের চুলে
হাত বুলিয়ে কি বলে যাস ? নীলাকে মনে পড়ে ।
বোকা সোঁকা বাক্যগুলো জানতিস যদি তুই
বুকফেটে যাওয়া কষ্টের নামে তার ছবিকে ছুঁই ।
যা ঝরে পড় অক্ষরমালা গেরুয়া মাটির দেশে
তবেই ফিরিস ঠিকানা পেলে তাকে সঙ্গে নিয়ে ।
দেখা পেলে বলে আসিস কেমন আছি আমি
নীড় হারা কোন পাখির গানে দূরে তাকিয়ে থাকি ।
আমার চোখে গোঘুলি দেখা শেষ হলে বলিস
আমাইও আসব নীলাল কাছে,নিলিমা দিয়ে পাড়ি ।
ভঙ্গুর ভাই শব্দ রে আর আমাই বলিস না
আলাই ভরা নীলাকে ছাড়া কবি হব না ।

No comments:

Post a Comment