Friday, 7 June 2019

বাস্তবমোড়া ভালবাসা

বাস্তবমোড়া ভালবাসা
---------অঞ্জন বিশ্বাস কাব্য

 অনেক বছর পর
যদি থাকতো খোলা ঘর
ঘর পোড়া সেই মানুষগুলো আজও সার্থপর।
চেয়েছিলাম বাচতে আমি,
বাধতে সেই ঘর
ভুল ছিল এই তুমি আমি হিন্দু-মুসলমান?
বলল সমাজ একটু হেঁসে,
এমন টা  মানা যাই না
মধ্যবৃত্ত সমাজ আমি এ ভুলের মাপ হয় না ।
মানুষের জন্য সমাজ
নাকি সমাজের জন্য মানুষ?
বুঝে ওঠার আগেই আমার পুড়লো গ্রাম বাড়ী
ওরা ধোয়াই ধোয়াই ভাসিয়ে দিলো বাবা মার গ্রাম ছাড়ি ।
শুনেছিলাম সেই মাসেতেই বিয়ে হয়েছিল তোমার
জামাই তোমার অনেক ভাল রাজধানীতে দোকান।
টাকার জানি অভাব নেই ,সুখেই থাকার কথা
আমার কেন যেন মন বলে  ওটারই বড্ড অভাব ।
এখন জানো আমিও রাজধানীতে থাকি
রাতে ফুটপাতে আর দিনে রিস্কা চালাই বাঁচি ।
সন্ধ্যা নামার মুখে কেন বারবার মনে হয়
ডাকছো তুমি কষ্ট হাতে একটু বাঁচার আঁশে ।
 দিন শেষে সন্ধ্যাই নেমে আসা আলোতে
দু হাত গ্রিলেতে, দাঁড়িয়ে আছে সে ।
এঁকে রাখা বৃত্তের সীমানায় দাঁড়িয়ে
হয়ত ভাবছে সে উড়ান দেবে আকাশে ।
একলা একটা ঘরে বসে বসে সে
কালি পড়া চোখে তাকিয়ে থাকে সিলিং ফ্যানে ?
তবুও তো দিন শেষে,খালি পায়ে আমরাই
মোমবাতি মিছিলেতে পালিয়ে বেডাই।
মাঝ রাতে দেয়াল বেহে নিমে আসা আসা ব্যাথারা ,
হয়ত ভিজিয়ে দেই, চোখের পাতা বৃত্তের শেষদাগে পা বাড়িয়ে সে
ভাবছে যাবে  কি? না যাবে না ?


প্রেমিক প্রেমিকার ভালবাসা দেখা যাই তাই বোঝাও যাই । কিন্তু সাংসারিক ভালোবাসা দেখা যাই না তাই বোঝাও যাই না ।

শব্দের আকুতি

শব্দের আকুতি
---------অঞ্জন বিশ্বাস কাব্য

বোকা সোঁকা শব্দ গুলো একপা দুপা করে
ভাঙ্গছে সিঁড়ি নতুন করে ফিরতে চাঁচ্ছে বাড়ি ।
মধ্য রাতে পাঁচিল ডিঙে এই কবিতার ঘর
অবছা ঘুমে আসছে কানে তোমার চিৎকার ।
আমি লিখবো না আর কবিতা
না লিখবো গান ।
কেন দেয়াল বেহে গভীর ঘুমে আমার বুকের চুলে
হাত বুলিয়ে কি বলে যাস ? নীলাকে মনে পড়ে ।
বোকা সোঁকা বাক্যগুলো জানতিস যদি তুই
বুকফেটে যাওয়া কষ্টের নামে তার ছবিকে ছুঁই ।
যা ঝরে পড় অক্ষরমালা গেরুয়া মাটির দেশে
তবেই ফিরিস ঠিকানা পেলে তাকে সঙ্গে নিয়ে ।
দেখা পেলে বলে আসিস কেমন আছি আমি
নীড় হারা কোন পাখির গানে দূরে তাকিয়ে থাকি ।
আমার চোখে গোঘুলি দেখা শেষ হলে বলিস
আমাইও আসব নীলাল কাছে,নিলিমা দিয়ে পাড়ি ।
ভঙ্গুর ভাই শব্দ রে আর আমাই বলিস না
আলাই ভরা নীলাকে ছাড়া কবি হব না ।

Kobita Song Lyrics | শুন্য হ্রদয়

শুন্য হ্রদয়

_____________অঞ্জন বিশ্বাস কাব্য


আমার পথ বহু পুরোন
বহু পুরোন এ পথে গন্ধ,
আমি নিঃশব্দে রাতের কালো আধারের শিক কেটে এলোমেলো পথে পা নিtয়ে ঘরে ফেরেছি।
আমার আকাশ বড্ড একা
গোধুলীর শেষ বিকেল যখন নিভে যাই,
আমার আকাশ তখন একাকীত্ব খুঁজতে বেড় হয় তারাই তারাই।
আমার রংচঙা ঘর আর লাগছেনা ভাল
না লাগছে ভাল এ কনক্রিটে ঘেরা শহর
আচ্ছা, সব ভুলে ফিরে এলে কি করে নিবে আমাই বরণ? 
তুমি বদলে ফেলেছ ঘর বাড়ী নাকি,বদলে ফেলেছ টিপ
হয়তো তুমি ভালই আছো তবে অমৃত ভেবে দিয়ে গেলে কেন বুক জালানি বিষ?
এ বিষ আমাই প্রতি রাতে বুকের বাঁ পাশে চেপে ধরে,
বিনিদ্রায় কেটে যাই সারা রাত।
ঠিক যখন ভোরের আলো ফোটে তোমার মুখটা খুব করে মনে পড়ে জানো  প্রিয়ন্তী!
সকল নিদ্রাহীন চোখের ঘরপোড়া জ্বালা বিশ্বাস কর কোথাই যে হারিয়ে যাই তা হয়ত শুধু তোমার ভালবাসাই জানে হয়ত।
আজ কাল কেন জানি মাঝে মাঝেই মনে তুমি ভাল নেই!
সুখের অসুখ  আজ তোমার ঘরে
প্রিয়ন্তী,তোমার মনে আছে এই দারিদ্রসীমা পাড় করতে পারি নাই বলে একদিন তুমি আমার তোমার এক মাসের সংসার ছেড়ে চলে গেয়েছিলে।

কি আজব দেখ আজ সেই সুখের অসুখী তোমার বুকে দিঃশ্বাসের ঘন নিশ্বাস ফেলে চলেছে।
আমার সারাটা জীবন টা এভাবে কেটে গেল, তোমার ভালবাসাই বেচে,কেটে গেল আমার ত্রিশ টা  বছর। 
তোমার ঠিকানাটা জানা নেই,
তাই হয়তো কখনওবা জানাও হবে না।
আমার চোখের নিচে কালি জমে আছে,
আমার চোখ দিন দিন ঝাপসা হয়ে আচ্ছে,
আমার সময় ফুরিয়ে আচ্ছে, 
আমার মাত্র কয়েক দিন, 
পারলে আঁকবার দেখে যেও,
তোমার আমার সংসারে আমি এখনো থাকি।
যে দিন দেখবে মেঘলা আকাশে ঝমঝম করে বৃষ্টি নেমেছে,
তোমার শহরে তোমার ব্যাল্কলি দিয়ে কোন কাক সেই ঝমঝম বৃষ্টিতে কা কা করে ডাকচ্ছে।
সে দিন বুঝে নিও তোমার ত্রিশূল ফোটানো বিষ নিয়ে আমি চলে গেছি।
প্রিয়ন্তী, আমার এখন সবই আছে গাড়ী, ফ্লাট , মণিব্যাগ ভরা টাকা।
তবুও আজ মনে হয় সেই অভাবেই টানা কাটার
দিন গুলো ভাল ছিল।
তুমিও বুঝবে একদিন যে আমি আর থাকবো না।
যে দিন তোমার আকাশ ও আমার মত শুন্য হয়ে যাবে,
সে দিন বুঝবে কতটা যন্ত্রণা নিয়ে ত্রিশটা বছর তোমার গোছানো সংসার নিয়ে বেচে ছিলাম।
জানি একদিন তুমি ঠিকই বুঝবে।

শুন্য হ্রদয় | Kobita Song


- Anjan Biswas Kabbo


Anjan Biswas Kabbo is the poet of Kobita song
Visit us for : 
bangla kobita
bangla lyric
short story 
Kobita song